শিক্ষা প্রক্রিয়ায় কোন ব্যক্তির অন্তর্নিহিত গুণাবলীর পূর্ণ বিকাশের জন্য উৎসাহ দেয়া হয় এবং সমাজের একজন উৎপাদনশীল সদস্য হিসেবে প্রতিষ্ঠালাভের জন্য যে সকল দক্ষতা প্রয়োজন সেগুলো অর্জনে সহায়তা করা হয়। সাধারণ অর্থে জ্ঞান বা দক্ষতা অর্জনই শিক্ষা। ব্যাপক অর্থে পদ্ধতিগতভাবে জ্ঞানলাভের প্রক্রিয়াকেই শিক্ষা বলে। তবে শিক্ষা হল সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ সাধনের অব্যাহত অনুশীলন। বাংলা শিক্ষা শব্দটি এসেছে ’শাস’ ধাতু থেকে। যার অর্থ শাসন করা বা উপদেশ দান করা। অন্যদিকে শিক্ষার ইংরেজি প্রতিশব্দ এডুকেশন এসেছে ল্যাটিন শব্দ এডুকেয়ার বা এডুকাতুম থেকে। যার অর্থ বের করে আনা অর্থাৎ ভেতরের সম্ভাবনাকে বাইরে বের করে নিয়ে আসা বা বিকশিত করা।
আজ আমরা শিখবো কিভাবে নিজে নিজে ইংরেজী বলতে পারি বা কিভাবে চেষ্টা করলে ইংরেজীতে কথা বলা যেতে পারে।
১। চিন্তা চেতনার পরিবর্তন ( ইংরেজীতে বলার চিন্তা করা)
ধরুন আপনাকে ইংরেজিতে বলতে হবে অথবা কেউ আপনাকে ইংরেজিতে প্রশ্ন করেছে, আপনাকেও ইংরেজিতে উত্তর দিতে হবে, আপনি কি করছেন, উত্তর দেওয়ার পূর্বে মনে মনে Subject, Verb, Object, Extension ইত্যাদি সাজিয়ে বলার চেষ্টা করছেন। যতক্ষনে ভিতরে ভিতরে সাজানো হয়ে যায় ততক্ষনে প্রশ্ন কর্তা হয়তো বা আর উত্তরের অপেক্ষা করে না। আমারদের ভিতরেই এই বাংলা আর ইংরেজির অবাধ আসা-যাওয়া বন্ধ করতে হবে। ছোট ছোট করে ইংরেজিতেই কথা বলার চিন্তা করতে হবে। চিন্তা চেতনা গুলোকে বাংলা থেকে বের করে আনার চেষ্টা করতে হবে। ইংরেজীতে ভাবতে হবে…।
২। নিজেকে পন্ডিত মনে করা ( ভাবুন আপনি আপনি সব পারেন)
আপনি যদি ইংরেজিতে ভাবতে বা চিন্তা করার অভ্যাস গড়ে তুলতে পারেন তবে চেষ্টা অন্য কারো সাথে কথা বলার। আপনার চিন্তা শক্তি গুলো থেকে যা অর্জন হলো তা অন্যের সাথে Share করুন কোন ভুল থাকলে তার সমাধান হয়ে যাবে। আশে পাশে কাউকে না পেলে নিজেকে পণ্ডিত মনে করুন। একা একা কথা বলার অভ্যাস করুন। প্রয়োজনের চেয়ে একটু জোরে বলার অভ্যাস করুন যেন তা আপনার কান অবধি পৌছায়। ভাবুন আপনি সব পারেন, আপনার কোন ভুল নেই।
৩। নিয়ম মেনে কথা বলা ভুলে যান ( গ্রামার নিয়ে কম ভাবুন)
ইংরেজী গ্রামার ছাড়া কথা বলা সম্ভব না, কারন আপনাকে বর্তমান, অতিত আর ভবিষ্যত নিয়ে কথা বলতে হবে। আর গ্রামার মানেই এই বর্তমান, অতিত আর ভবিষ্যত । লেখার ক্ষেত্রে এর ভুমিকা অতিব জরুরী এক কথায় এক বাদ দিয়ে কিছু লিখতে পাবেন না। কিন্ত কথা বলার সময় গ্রামার ব্যবহারে ভুল হবেই। এটা নিয়ে চিন্তা করার খুব বেশি দরকার নাই। আপনি বলতেই থাকুন এক সময় এর সঠিক ব্যবহার আপনি আপনিই হয়ে যাবে। যখন সবার সাথে কথা বলা শুরু করবেন তখন আস্তে আস্তে শিখে যাবেন।
৪। শোনার অভ্যাস গড়ে তোলা (ইংরেজিতে শুনুন)
শুনুন, যখন আপনাকে উদ্দেশ্য করে কেউ কিছু বলছে। বক্তাকে সম্মান করুন। কারন জ্ঞান অর্জনে সহজ ও কার্যকরী উপায় হলো একজন ভাল শ্রতা হওয়া। আপনি যখন একজন ভাল শ্রতা হতে পারবেন তখন আপনার জ্ঞানের দরজা খুলে যাবে। তখন আপনার কাজ হলে সেখানে জ্ঞান জমা করা। ইংরেজিতে শুনুন তাতে আপনে বুঝুন আর না বুঝুন। ইংরেজি গান শুনুন, টেলিভিশন প্রোগ্রাম দেখুন আর মনযোগ দিয়ে শুনুন। আপনি যা শুনছেন তা আপনার মস্তিষ্ক সংরক্ষন করছে।
৫। পড়ার অভ্যাস গড়ে তুলুন ( পড়ুন)
বলা হয়েছে, “পড় এবং পড়, যে পড়ে সে বড়”। পড়ার কোন বিকল্প নাই, যা আপনি পড়ছেন তা খুব অল্প হলেও মনযোগ দিয়ে পড়ুন, পড়ার মাধ্যমে নতুন কিছু শেখার চেষ্টা করুন। ছোট ক্লাজগুলোর ইংরেজি বই পড়ুন, গল্পের বই পড়ুন, ইংরেজী পত্রিকা পড়ুন। পড়ার অভ্যাস গড়ে তুলুন। রাতে ঘুমানোর আগে ১০ মিনিটের জন্য হলেও পড়ার চেষ্টা করুন।
৬। নতুন নতুন শব্দ শিখুন ( সাথে Phrase শিখুন)
প্রতিদিন নতুন নতুন শব্দ শিখুন। শব্দ গুলো দিয়ে ছোট ছোট বাক্য গঠন করুন। বাক্যগুলো কথা বলার সময় ব্যবহার করুন। এছাড়া Phrase, Preposition, Adverb, Verb ইত্যাদি নিয়ে অল্প অল্প করে শিখতে পারেন। সময় দিন, যতটুকো সময় পান তার সঠিক ব্যবহার নিশ্চিত করুন।
৭। রাস্তায় চলতে ফিরতে শিখুন ( আশে পাশে তাকান)
আপনি যখন রাস্তায় হাটছেন তখন আশের বিষয়বস্তুর দিকে লক্ষ করুন। প্রত্যেকটি বিষয়বস্তুর ইংরেজি নাম বলার বা জানার চেষ্টা করুন। যে বিষয়বস্তু গুলোর নাম ইংরেজিতে বলতে পারছেন তার জন্য নিজেকে বাহবা দিন আর যে গুলোর নাম পারছেন না তার নামের যথাসাধ্য তালিকা তৈরী করুন। সেগুলোর ইংরেজির নাম জানার চেষ্টা করুন। কারন আমরা আমাদের চারপাশে যা কিছু দেখছি তার সব কিছু প্রতিদিনের কথপোকথনে ব্যবহার করে থাকি।
ইতিবাচক জ্ঞানের অধিকারী হওয়ার চেষ্টা করুন। শিক্ষার চেয়ে সু-শিক্ষা জরুরী।
সক্রেটিসের ভাষায় “শিক্ষা হল মিথ্যার অপনোদন ও সত্যের বিকাশ।” এরিস্টটল বলেন “সুস্থ দেহে সুস্থ মন তৈরি করাই হল শিক্ষা”। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় “শিক্ষা হল তাই যা আমাদের কেবল তথ্য পরিবেশনই করে না বিশ্বসত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে।”
- বাবা-মা কোনদিন ই গরুর গোস্ত খায় নি
- ইংরেজিতে কখন (The=দি) আর কখন (The= দ্যা) উচ্চারণ করবো?
- পাঙ্খা না ছাই, এটা একটা রাম ভোদাই !
- মানুষ- কাজী নজরুল ইসলাম
- আমার বন্ধু নিরঞ্জন —ভাস্কর চৌধুরী