প্রথমে এক নজরে সম্পূর্ণ Tense এর ধারনাঃ
1. INDEFINITE
✏ Present (বর্তমান):- Verb Present form (ই/অ/এ)গঠনঃ subject + V1 + Extension
✎ Past (অতীত):- Verb past form(বাংলা ক্রিয়ার মধ্যে ল, নি, তাম, তেন, থাকে) গঠনঃ Subject + V2 + Extension
✐Future (ভবিষ্যৎ):- Verb present form(বাংলা ক্রিয়ার মধ্যে ‘ব’ থাকে) গঠনঃ Subject + shall/will +Extension
2. CONTINUOUS
✏ Present (বর্তমান) :- am, is, are (তে/চ্ছ)
✎ Past (অতীত) :- was, were(তেছিলাম/তেছিলেন/তেছিলে/তেছিল)
✐Future (ভবিষ্যৎ) :- Shall be (তেথাকিব/তেথাকিবেন/তেথাকিবে )
3. PERFECT
✏ Present (বর্তমান) :- have, has(য়া/য়ে)
✎ Past (অতীত) :- had (য়াছিল/য়াছিলেন/য়াছিলাম)
✐Future (ভবিষ্যৎ) :- Shall have/will have (ইয়াথাকিব/য়াথাকিবে/য়াথাকিবেন)
4. PERFECT CONTINUOUS
✏ Present (বর্তমান) :- have been,has been,(তে/চ্ছ/ধরিয়া/ধরে/যাবত/হইতে/থেকে)
✎ Past (অতীত) :- had been(তেছিল/তেছিলেন/তেছিলাম)
✐Future (ভবিষ্যৎ ):- Shall have been / will have been ( তেথাকিবে/তেথাকিব/তেথাকিবেন)

বিস্তারিতঃ
TENSE বা কাল: ক্রিয়ার কাল কে Tense বলা হয় ৷অর্থাৎ কোন কাজ সম্পাদনের সময়কে tense বা কাল বলে। Tense দ্বারা সময়কে উল্লেখ করা হয় এবং যা বর্তমান, অতীত কিংবা ভবিষ্যত হতে পারে।
Example: –
- I eat rice. (present) আমি ভাত খাই ৷ (বর্তমান)
- I ate rice. (past) আমি ভাত খেয়েছিলাম৷ (অতীত)
- I will eat rice. (future) আমি ভাত খাবো৷ (ভবিষ্যত)
এখানে উপরের বাক্য গুলোতে যথাক্রমে বর্তমান, অতীত ও ভবিষ্যৎ কাজের কথা নির্দেশ করে।
Types of Tense: (Tense এর প্রকার)
Tense কে তিন ভাগে ভাগ করা যায় ৷
- present tense (বর্তমান কাল). (what are you presently doing)
- Past Tense (অতীত কাল) .(What you did some time back).
- Future Tense (ভবিষ্যত কাল). (What you will do some time later).
এদের প্রত্যেক কে আবার চারভাগে ভাগ করা যায় ….
- Indefinite Tense (সাধারণ কাল)
- Continuous Tense (ঘটমান কাল)
- Perfect Tense (পুরাঘটিত কাল)
- Perfect Continuous Tense (পুরাঘটিত বর্তমান কাল)
PRESENT TENSE (বর্তমান কাল)
1. Present Indefinite
Tense: কোন কাজ বর্তমানে হয়
বোঝালে বা অভ্যাসগত সত্য
বোঝালে বা চিরসত্য বোঝালে Present Indefinite
Tense হয়।
বাংলায় চিনার উপায়: বাংলায় ক্রিয়ার শেষে এ, অ, আ, ই, ও, এন, এস, আন, আয় ইত্যাদি থাকে।
শব্দ দেখে Present Indefinite Tense চেনার উপায়: Always (সর্বদা) , Regularly (নিয়মিত) , Sometimes (মাঝেমাঝে), Often (প্রায়ই, খুবই নিয়মিত) , Generally (সাধারণত), Daily (দৈনিক) , Everyday (প্রতিদিন), Occasionally (মাঝে মাঝে, নিয়মিত নয়), Usually (সাধারণত) , Normally (সাধরণত) শব্দগুলো কোন বাক্যে থাকলে তা Present Indefinite Tense হবে।
☕ Structure: Subject + Main Verb + Object.
মূল verb-এর present form ব্যবহূত হয়। তবে subject (কর্তা) third person singular number হলে মূল verb-এর শেষে s বা es যোগ করতে হয়।
Example:
- আমি ভাত খাই – I eat rice.
- আমি স্কুলে যাই – I go to school.
- সে প্রতিদিন স্কুলে যায় – He goes to school every day.
- তুমি বই পড় – You read a book.
- সে প্রতিদিন রাত দশ টায় ঘুমাতে যায় – He goes to bed at ten pm every day.
- সূর্য পূর্ব দিকে উদিত হয় – The sun rises in the East.
- পানি শূন্য ডিগ্রি সেন্ট্রিগ্রেডে জমাট বাধে – Water freezes at 0° centegrade.
Note – Subject third person singular number (he, she, it, কোন ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম বোঝালে verb এর শেষে s বা es বসে।
Important:
- I/we – First Person
- You/your – Second person
- He/she ,it, they সমস্ত নাম – Third Person
- বাবা-মা কোনদিন ই গরুর গোস্ত খায় নি
- ইংরেজিতে কখন (The=দি) আর কখন (The= দ্যা) উচ্চারণ করবো?
- পাঙ্খা না ছাই, এটা একটা রাম ভোদাই !
- মানুষ- কাজী নজরুল ইসলাম
- আমার বন্ধু নিরঞ্জন —ভাস্কর চৌধুরী
2 comments
[…] বোঝাতে, যার ফল বিদ্যমান নেই তাকে Past Indefinite Tense […]
super content